• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নূর হোসেন দিবসে বিএনপির শ্রদ্ধা

কোনো গণতন্ত্রই দেশে বিদ্যমান নেই : বিএনপি

  নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর ২০১৮, ১০:০৮
শ্রদ্ধা নিবেদন
শহীদ নূর হোসেন চত্বরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। ছবি : সংগৃহীত

যেই অর্থে শহীদ নূর হোসেন জীবন উৎসর্গ করেছেন, সেই অর্থে কার্যত কোনো গণতন্ত্রই দেশে বিদ্যমান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, ‘নূর হোসেনের জীবন থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান করতে হবে।’

শনিবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তান মোড়ে শহীদ নূর হোসেন চত্বরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

আজ দখলদারিত্বের একটি সরকার জাতির ঘাড়ে চেপে বসেছে বলে উল্লেখ করে খায়রুল কবির বলেন, ‘তারা চায় না অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। তড়িঘড়ি করে তফসিল ঘোষণা দেশের মানুষ ভালোভাবে নেয়নি।’

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষ না করেই তাদের নীল নকশা অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) তফসিল দিয়েছে বলে মন্তব্য করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না করলে বিরোধী দল কেমনে প্রচার প্রচারণা চালাবে।’ তারা যদি নীল নকশার নির্বাচন করতে চায়, তাহলে সেটা কতোটুকু ফলপ্রসূ হবে, তা-ও প্রশ্ন রাখেন খোকন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড