• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষমতায় এলে বঙ্গবন্ধু-জিয়ার বিভেদ ঘোচাব : কাদের সিদ্দিকী 

  নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর ২০১৮, ১৭:৩৫
রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী
রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনীতিতে এসেছি তবে বাংলাদেশের রাজনীতি মানেই খালেদা জিয়া বলে জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তাই খালেদা জিয়াকে বন্দি রাখা যাবে না। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের আয়োজিত সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।

সমাবেশে তিনি বলেন, ‘আমি যদি ক্ষমতায় আসি, তাহলে বঙ্গবন্ধু ও জিয়ার বিভেদ ঘোচাব।

বিএনপির সমাবেশে আমি আসিনি, আমি ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টে এসেছি বলেও মন্তব্য করেছেন সদ্য যোগ দেওয়া জাতীয় ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এছাড়া সমাবেশে উপস্থিত এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ করব কি না এই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে খালেদা জিয়াকে মুক্ত করাব এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও দেশে গণতন্ত্র ফেরাতে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতে আন্দোলন চলবে বলে সমাবেশে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। নেতারা এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিও করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড