• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপির শতাধিক নেতাকর্মীর রিমান্ড

  নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর ২০১৮, ২১:৩৮
আদালত
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার ৪০টি থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদের রিমান্ড দিয়েছেন আদালত। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া প্রায় আড়াইশ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে। বুধবার (৭) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের একাধিক বিচারক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রাজধানীর বিভিন্ন থানার মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে প্রায় সাড়ে ৩০০ আসামিকে হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে ও কারাগারে পাঠানোর আবেদন করেন পুলিশ সদস্যরা। এরপর বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আসামিদের রিমান্ড ও জামিনের আবেদনের ওপর শুনানি শেষে বিভিন্ন আদালতের বিচারক রিমান্ড ও কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।

এর মধ্যে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ ১০ জনের রাজধানীর পল্টন থানার একটি মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সূত্রে জানা যায়, রিমান্ডে ও কারাগারে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন রাজধানীর কোতোয়ালি থানার আটজন, বংশাল থানার তিনজন, মতিঝিল থানার ১৬ জন, শাহবাগ থানার ১৬ জন, পল্টন থানার ৩৮ জন, রামপুরা থানার আটজন, ধানমন্ডি থানার ১০ জন, হাজারীবাগ থানার পাঁচ জন, শাহবাগ থানার ১০ জন, রমনা থানার সাতজন, মোহাম্মাদপুর থানার ১৬ জন, মিরপুর থানার দুজন, শেরেবাংলানগর থানার ১৩ জন, তেজগাঁও থানার ৪১ জন, হাতিরঝিল থানার ২৩ জন, উত্তরা পূর্ব থানার চারজন, উত্তরা পশ্চিম থানার পাঁচজন, ওয়ারী থানার ১২ জন, কামরাঙ্গীরচর থানার সাতজন, শ্যামপুর থানার ১৩ জন, কদমতলী থানার পাঁচ জন, যাত্রাবাড়ী থানার ১৭ জন, ডেমরা থানার সাত জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৭ জন, খিলগাঁও থানার একজন, লালবাগ থানার ১১ জন, চকবাজার থানার আট জন, কাফরুল, পল্লবী, সবুজবাগ, দক্ষিণখান ও ক্যান্টনমেন্ট থানার দুই জন করে, গুলশান, ভাটারা থানার এক জন, নিউ মার্কেট থানার নয়জন এবং দারুস সালাম থানার পাঁচ জন আসামি রয়েছে। এ ছাড়া অন্যান্য থানায় আরও আসামি থাকলেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিভিন্ন মামলার এজাহার ও ফরোয়ার্ডিং থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর তাদের গ্রফতার করে পুলিশ।

তবে অধিকাংশকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে এবং সমাবেশে আসার পথে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড