• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আ. লীগ ও বিএনপি দলীয় প্রার্থীদের গলার কাঁটা এখন জোটের প্রার্থীরা!

  শিমুল হাসান, নড়াইল

২৭ অক্টোবর ২০১৮, ২১:৩৫
নড়াইল

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় প্রার্থীদের গলার কাঁটা এখন জোটের প্রার্থীরা! দেশের প্রধান এ দুটি রাজনৈতিক দলের দুই ডজন মনোনয়ন প্রত্যাশীরা এখন জোটের প্রার্থীদের নিয়েই বেশি টেনশানে সময় পার করছেন। প্রধান দুটি দলের নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলে এমনই ধারণা পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন। এ আসনে মোট ভোটার সংখা ৩ লক্ষ ২ শ ৩৭জন। এর মধ্যে লোহাগড়া উপজেলায় ভোটার সংখ্যা বেশি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দুটি দলের মনোনয়ন দেয়া হয়েছে লোহাগড়ার মানুষকে। ভোটের সংখ্যা বেশি হওয়ায় এ আসনের জয়-পরাজয়টা নির্ভর করে লোহাগড়া উপজেলার ভোটের ওপরই। যে কারণে দলীয় মনোনয়নটাও এ উপজেলার বাসিন্দাদের মধ্যে এসেছে বারবার।

১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের শরীফ খসরুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত হন (বর্তমানে তিনি মৃত)। ২০০১ সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ সভাপতি (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনা সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু শেখ হাসিনা এ আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচনে বিএনপি জোটের পক্ষে ইসলামী ঐক্যজোট নেতা মুফতি শহিদুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হন। সেনা সমর্থিত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এসকে, আবু বাকের আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত (দশম জাতীয় সংসদ) নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪দলীয় জোটের প্রার্থী হিসাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান (নৌকা প্রতিক) সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রার্থী হতে চাইছেন। যদিও প্রথমে ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আসিফুর রহমান বাপ্পিকে মনোনয়ন দেয়া হয়। পরে আসনটি জোটকে ছেড়ে দেয়া হয়।

মূলত ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই নড়াইল-২ আসনটিতে বড় দুটি দলের জোট রাজনীতি তথা জোটের প্রার্থীরা ভর করা শুরু করে। সর্বশেষ ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তার জোট কে দেয় এ আসন। যে কারণে এবারও প্রধান দুটি রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা অনেকটা আতঙ্কে সময় পার করছেন এবং যার যার কৌশল মতো দলীয় চূড়ান্ত মনোনয়ন পাবার জন্য জোর লবিং করছেন।

এ আসনটিতে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের ১৪ দলীয় জোটের প্রার্থী হিসাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান বেশ জোরেশোরে মনোনয়ন যুদ্ধে নেমেছেন। শেখ হাফিজুর রহমান সরকারের (তার আমলের) নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে দাবি করেন যে, এ আসনটি আবারও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে দেয়া হচ্ছে এবং তিনিই দলীয় প্রার্থী থাকছেন। মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকার আরও ব্যাপক উন্নয়ন কাজ করবার আশাবাদ ব্যক্ত করেন।

অপরদিকে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের পক্ষে ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ আগেভাগেই গ্রিন সিগনাল পেয়ে বিএনপির নেতাকর্মী, সমর্থকসহ নিজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে রয়েছেন। এ আসনে বিএনপির প্রভাবশালী কোনো প্রার্থী না থাকায় অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদই বিএনপি জোটের প্রার্থী থাকছেন তা প্রায় নিশ্চিত বলে জানা গেছে। অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ভোটের মাঠ আমাদের দখলে আছে। জনগণ ভোট দিতে পারলে আমরা বিপুল ভোটে বিজয়ী হবো। সুষ্ঠু নির্বাচন হলে আমরাই জিতব।

এ দিকে এলাকাঘুরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কথাবলে জানা গেছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামে ভবণ, মসজিদ, মাদ্রাসা, মন্দির নির্মাণসহ ব্যাক্তি টাকায় কোটি কোটি টাকার নানা উন্নয়ন কর্মকাণ্ড করার কারণে সদালাপী আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য শিক্ষানুরাগী, সমাজসেবক শিল্পপতি শেখ মো. আমিনুর রহমান হিমুকে প্রার্থী হিসেবে পেতে চাইছেন তারা।

বিশেষ সূত্র জানায়, ক্ষমতাসীন দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী ও নেতা এবার দলীয় মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হবার কথা চিন্তাভাবনা করছেন। এমনকি কেউ কেউ নিজ সমর্থকদের কাছে ঘোষণাই দিয়েছেন যে, মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হবেন।

আওয়ামী লীগের সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীর সংখ্যা আপাতত ৪/৫ জন হলেও শেষমেষ তারা কি করবেন তা সময়ই বলে দেবে। নাম প্রকাশে অনিচ্ছুক, আওয়ামী লীগের অনেক মনোনয়ন প্রত্যাশী ও নেতা বলছেন, আমাদের গলার কাঁটা এখন জোট !

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড