• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতীয় নির্বাচনে গাজীপুর-২ আসনে এনপিপির প্রার্থী সাংবাদিক রাব্বী

  নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৩, ২০:০০
জাতীয় নির্বাচনে গাজীপুর-২ আসনে এনপিপির প্রার্থী সাংবাদিক রাব্বী
দলীয় নেতা-কর্মীর হাত থেকে নিজের মনোনয়ন সংগ্রহ করছেন সাংবাদিক কে এইচ আর রাব্বী (ছবি : অধিকার)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে এনপিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক কে এইচ আর রাব্বী।

গতকাল রাজধানীর পল্টনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নিজস্ব কার্যালয় থেকে মনোনয়ন গ্রহণ করেন তিনি। এ সময় এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুসহ দলীয় জ্যেষ্ঠ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

১৫ দলীয় জোট এনপিপি থেকে মনোনয়ন লাভের পর সাংবাদিক রাব্বী বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে আমার দাঁড়ানোর এক মাত্র উদ্দেশ্যই হলো মানুষের আর্ত সামাজিক অবস্থার উন্নতি করা। বর্তমান সমাজে যে সমস্ত অসঙ্গতি রয়েছে- তা নির্মূল করা।

তরুণ এই রাজনীতিবিদ আরও বলেন, আমি বিশ্বাস করি- গাজীপুর-২ আসনের জনগণ এই কাজে সর্বদা আমার পাশে থাকবে। আর তারাই আমাকে ভোট দিয়ে নির্বাচনে জয়লাভ করাবে।

উল্লেখ্য, সাংবাদিক কে এইচ আর রাব্বী জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) গাজীপুর জেলার সভাপতি। শিক্ষা জীবনে তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এছাড়া কর্মজীবনে তিনি দৈনিক অধিকার পত্রিকায় মফস্বল সম্পাদক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশের খবর পত্রিকার বার্তা বিভাগে দায়িত্বরত আছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড