• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ ইস্যুতে মাথা ঘামানোর ব্যাপার জাতিসংঘের নয়: ওবায়দুল কাদের

  নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর ২০২৩, ১৫:২৭
জাতিসংঘ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফিলিস্তিনে, গাজায় কি হচ্ছে? তাদের (জাতিসংঘের) কথা কি কেউ শুনছে? বাংলাদেশে কি হচ্ছে, এটা তাদের কি কোনো ক্ষতি করছে? এটা তাদের মাথা ঘামানোর ব্যাপার নয়; আমরা ভালো আছি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপি নিজেরাই নিজেদের আন্দোলন পণ্ড করছে উল্লেখ করে তিনি বলেন, তারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, পুলিশকে হত্যা করেছে। এ দুই ঘটনা তাদের আন্দোলনকে পণ্ড করেছে। অবরোধ দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) ঘুরেফিরে তাদের পুরনো নাশকতা, সন্ত্রাসের ধারায় ফিরে এসেছে। কাজেই এখানে সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না।

তিনি আরও বলেন, বিএনপি প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসী দল। কাজেই আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপ নয়। আমিও বলছি, তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড