নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই। তিনি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী মিশনের পরামর্শ স্বাগত জানায় ঢাকা। সংলাপ তো আমরা করছিই। তারা চাইলে তারাও করুক। কোনো আপত্তি নেই।
তিনি বলেন, আমরা সবসময়ই সংলাপের পক্ষে। সব দল-মত নির্বিশেষে আলাপ করি আমরা। তাদের কথা (যুক্তরাষ্ট্র) তারা বলেছে, আমাদের এতে গুরুত্ব দেওয়ার কিছু নেই। সরকারের ওপর আস্থা রাখুন।
মন্ত্রী বলেন, নির্বাচন একটা খেলা। বিদেশিরা এটা নিয়ে কথা বলে মজা পায়। গণমাধ্যমও তাদের উসকানি দেয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড