মিলন মাহমুদ, সিঙ্গাইর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বস্ত্র বিতরণ অনুষ্ঠানে জিজ্ঞাসা করে বলেন, "বিএনপির কাগজের ধানের শীষে পেট ভরে না কি? এ দেশে উন্নয়ন করছেন জননেত্রী শেখ হাসিনা। সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। তাই আমরা সবাই মিলে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবো এবং এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব"।
শনিবার (১৪ অক্টোবর) মানিকগঞ্জের সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মতলবপুর গ্রামে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ বেগম আরও বলেন, শেখ হাসিনা বিগত দিনে যে উন্নয়ন করেছেন সে উন্নয়নের বিনিময় হলেও শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাবেন। মানিকগঞ্জে শত শত কোটি টাকা ব্যায়ে ভাঙ্গন রোধে বেরিবাঁধ নির্মাণ, ব্রীজ কালর্ভাট নির্মাণ, ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনা সরকারই দিয়েছেন।
এদিন ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনন্দ সাহার অর্থায়নে ইউনিয়নের প্রায় ২ হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শাড়ি কাপড়, থ্রী পিচ ও লুঙ্গি বিতরণ করা হয়।
ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনন্দ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিদুর রহমান, হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড