• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপি'র তারুণ্যের সমাবেশ: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী গাড়িতে তল্লাশি

  মো. আকাশ, সিদ্দিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

২২ জুলাই ২০২৩, ১২:৫১
পুলিশ

বিএনপির তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে চেকপোস্ট বসিয়েছেন পুলিশ। এতে ২৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার ( ২২ জুলাই ) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে ঢাকামুখী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

দেখা গেছে, আজ বুধবার ভোর ৫ টা থেকে দূরপাল্লা থেকে শুরু করে দৃঢ় গতির যানবাহন থামিয়ে সন্দেহজনক মনে হলেই চেক করা হচ্ছে। বাসে যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের। কিন্তু সড়ক কোনো যানযট সৃষ্টি হতে দেখা যায়নি।

এদিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান পুলিশ।

চিটাগাংরোড রোড থেকে গুলিস্তানের উদ্দেশ্যে কোমল মিনি বাসে উঠেছেন কাউছার আহমেদ। তাকে তল্লাশির বিষয়ে জিজ্ঞেস করলে বলেন, দোকানে যাওয়ার জন্যে চিটাগাংরোড থেকে গাড়িতে উঠেছি মৌচাক আসতেই দেখি পুলিশ গাড়ি থামিয়ে আমাকেসহ পুরো গাড়ির যাত্রীদের তল্লাশি করেছেন। কিছু না পেয়ে গাড়ি ছেড়ে দিয়েছে।

যাতায়াত পরিবহনের এক যাত্রী জানান, পুরো সড়কে আজ পুলিশের চেকপোস্ট দেখলাম। চিটাগাং রোড পার হয়ে এখানে আসতেই অন্যান্য গাড়ির মতো আমাদের গাড়িও থামিয়ে চেক করা হয়েছে। আমার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেছেন তারা। তবে আমাদের গাড়ি থেকে কাউকে আটক করেননি।

চেকপোস্ট বসানোর কারণ জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, চেকপোস্ট আমাদের রুটিন মাফিক কাজ। তবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়। আমাদের জেলা পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছেন। জনগণের সড়ক যাতায়াত করতে যেনো কোনো প্রকার সমস্যা না হয় সেজন্যই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে৷ এবং সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তার কারণে এ চেকপোস্ট বসানো হয়েছে।

গাড়ি থামিয়ে তল্লাশির বিষয় তিনি বলেন, আমাদের কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করছি। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড