• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কয়রায় ছাত্রলীগের কর্মীসভায় ভার্চুয়ালী কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন

‘ছাত্রলীগের নেতৃত্বে কারা আসছেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে’

  সম্রাট, কয়রা (খুলনা)

১৮ জুন ২০২৩, ১১:৩২
‘ছাত্রলীগের নেতৃত্বে কারা আসছেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে’

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগ নেতা-কর্মী কারা হচ্ছে কাদেরকে পদ দেওয়া হচ্ছে এসব বিষয়ে ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা অপকর্মে কোনো ছাত্রলীগের কর্মী সম্পৃক্ত হলে বা তার প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে যে লক্ষ্য আমাদের দিয়েছেন সেই লক্ষ্য বাস্তবায়নে সারা দেশে সব জায়গায় শতভাগ কাজ করে যেতে হবে আমাদের। এ কথা মাথায় রেখে দেশের ছাত্রলীগের নেতাকর্মীদের শহর গ্রামের আনাচে-কানাচে কাজ করতে নির্দেশনা দেন তিনি।

গতকাল শনিবার (১৭ জুন) বিকালে কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে খুলনা জেলা ছাত্রলীগের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়রা উপজেলা ছাত্রলীগকে সংগঠিত ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কর্মীসভায় খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

কর্মীসভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিশিত রঞ্জন মিস্ত্রী, কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কয়রা উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল পাড়, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, জেলা পরিষদের সদস্য জিএম আব্দুল্যাহ আল মামুন লাভলু, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, আব্দুস সামাদ গাজী, আছের আলী মোড়ল, আ. লীগ নেতা এসএম জিয়াদ আলী, আলমগীর হোসেন খোকন, খুলনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি মারুফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভির রহমান আকাশ, আম্পায়ন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ রাশেল, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, জিএম মেজবাউদ্দিন মাসুম, মেহেদী হাসান দিদার, আল আমিন হোসেন, এস এম সোহেল রানা সৌরভ, আমিনুল হক বাদল, পাইকগাছা ছাত্রলীগ সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী।

এছাড়া বক্তব্য রাখেন- ছাত্রলীগ নেতা ইখতিয়ারউদ্দিন হিরো, রুবেল আহম্মেদ, কবিরুল ইসলাম, আবু দাউদ রনি, সালাউদ্দিন আহম্মেদ, রায়হান পারভেজ চঞ্চল, রাজু, রাজিবুল ইসলাম রাজু প্রমুখ।

কর্মীসভায় উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীর পদচারণে পরিপূর্ণ হয়ে এক পর্যায়ে মাঠে ছাত্রলীগ কর্মীদের ঢল নামে।

প্রসঙ্গত, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ২৭ মে কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন কমিটি ও সংগঠনকে গতিশীল করতে খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে আগ্রহী ৫০ জন। যেখানে সভাপতি পদে ২১ জন ও সাধারণ সম্পাদক পদে ২৯ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

গত শুক্রবার (১৬ জুন) দিনভর কয়রা উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে খুলনা জেলা ছাত্রলীগের নেতারা প্রার্থী প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড