• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যতই দিন যাবে, ততই রক্তপাত বৃদ্ধি পাবে : অলি

  নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০১৮, ২৩:০০
অলি আহমদ
এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (ফাইল ছবি)

আগামী দিনগুলো খুবই কঠিন মন্তব্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘আমি বারবার দেশবাসীকে সাবধান করে দিচ্ছি, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি আমি সাবধান বাণী ঘোষণা করছি- দিনগুলো খুবই কঠিন। যতই দিন যাবে, ততই বিশৃঙ্খল হবে। যতই দিন যাবে, ততই রক্তপাত বৃদ্ধি পাবে। বিরোধী দলগুলোকেও সংযত হতে হবে, সরকারকে নমনীয় হতে হবে।’

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকালে ডেমরা ও বাড্ডা এলাকায় এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন কর্নেল (অব.) অলি। অনুষ্ঠানে এই এলাকার বেশ কয়েকজন নেতাকর্মী এবং প্রাইম ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী এলডিপিতে যোগদান করেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ বলেন, ‘রক্তপাত এড়ান। গালি দিয়ে, মন্দ কথা বলে, কাউকে শাসিয়ে, সমালোচনা করে সমস্যার সমাধান হবে না। বসেন, আলোচনা করেন।’

সরকারকে আলোচনার জন্য এগিয়ে আসতে হবে উল্লেখ করে ২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপির সভাপতি বলেন, ‘কেউ যদি মনে করে, আমরা একাই দেশ চালাব, এটা হয় না। দেশ চালাতে হলে প্রত্যেকের অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। কেউ বিরোধী দলে থাকবে, কেউ সরকার পরিচালনা করবে, এটাই নিয়ম। এই সিদ্ধান্ত জনগণ নেবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব রেদওয়ান আহমদ, এলডিপির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ, কামাল উদ্দিন মোস্তফা, ভাইস চেয়ারম্যান মো. বশির প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড