• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ব্যারিস্টার মইনুল পুরো নারী সমাজকে অপমানিত করেছেন’

  নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০১৮, ২২:৩৩
আনিসুল হক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)

ব্যারিস্টার মইনুল পুরো নারী সমাজকে অপমানিত করেছেন এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘টেলিভিশন টক শোতে তিনি সাংবাদিক মাসুদা ভাট্টিকে যা বলেছেন তাতে শুধু তার একার মানহানি হয়নি। পুরো নারী সমাজকে অপমানিত করেছেন।’

মঙ্গলবার (২৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সেমিনারে শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে এ কথা মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার মইনুলের গ্রেফতারের বিষয়ে আনিসুল হক বলেন, ‘তাকে আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।’

ব্যারিস্টার মইনুল জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করার আগে থেকেই সরকারের বিরুদ্ধে টক শোতে অনেক কথাই বলতেন বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘তখন কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার কারণে।’

মানহানি ঘটনায় মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর পর কোনো পদক্ষেপ না নিলে নারী সমাজ ক্ষুব্ধ হতো। সে জন্যই আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

সেমিনারে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মোল্ল্যা। অনুষ্ঠানে বক্তৃতা করেন মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, চট্রগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, সমিতির সাধারণ সম্পাদক ড. সৈয়দ আশরাফুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খুরশিদা বেগম সাইদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড