• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ একজোট হয়ে মাঠে নামছে বিএনপি-সহ সমমনা দলগুলো

  নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২২, ১০:৫৭
বিএনপি

রাজধানীর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত আজ শুক্রবার বিকেলে গণমিছিল করবে বিএনপি। গণমিছিলে বিএনপিসহ ১৩টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক ছাড়াও এলডিপি ও জামায়াতে ইসলামী আলাদা এবং তিনটি পৃথক জোটও ছয়টি স্থান থেকে গণমিছিল করবে।

জানা যায়, বিএনপি নয়াপল্টন থেকে কাকরাইল শান্তিনগর হয়ে বাংলামোটর পর্যন্ত মিছিল করতে চাইলেও পুলিশের অনুরোধে শেষ মুহূর্তে গণমিছিলের দূরত্ব কমিয়ে মগবাজার পর্যন্ত করার সিন্ধান্ত নিয়েছে।

এর আগে ২৪ ডিসেম্বর বিএনপিসহ শরিক দলগুলোর গণমিছিল করার ঘোষণা দিলেও ঢাকায় আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ওই দিন ঢাকার এ কর্মসূচি থেকে সরে আসে। তবে অন্যান্য সব বিভাগীয় ও জেলা সদরে গণমিছিল করেছে। ঢাকায় আজই সরকারবিরোধী সব দল ও জোট যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে নামছে।

এই কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে। রাজবন্দীদের মুক্তি এবং দেশব্যাপী বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা ও গায়েবি’ মামলা করার বিরুদ্ধে ‘প্রতিবাদী গণ-অবস্থান’ কর্মসূচি দেওয়া হতে পারে। আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সব বিভাগীয় শহরে একযোগে এ কর্মসূচি পালন করা হতে পারে বলেও জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড