• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি, সতর্ক পুলিশ

  নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২২, ১৫:৩৩
নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি, সতর্ক পুলিশ
প্রতিবাদ সমাবেশে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা (ছবি : সংগৃহীত)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নয়াপল্টনে দলটির সমাবেশ শুরু হয়েছে। প্রতিবাদ সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পূর্বে এ কর্মসূচি শুরু হয়।

সমাবেশ শুরুর আগেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পার্টি অফিসের সামনে জড়ো হতে থাকেন। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়া ও মির্জা ফখরুলসহ গ্রেফতারদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন।

প্রতিবাদ সমাবেশকে ঘিরে কার্যালয়ের সামনের রাস্তা নাইটিঙ্গেল-ফকিরাপুল মোড়ের সড়ক বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশে ১৩ ডিসেম্বর ঢাকাসহ বিভাগীয় ও মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন- ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড