• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপি'র সাথে আ. লীগের খেলা হবে : ওবায়দুল কাদের

  শাকিল মুরাদ, শেরপুর

০৯ ডিসেম্বর ২০২২, ১২:১১
বিএনপি সাথে আ. লীগের খেলা হবে : ওবায়দুল কাদের

বিএনপি আন্দোলনের নামে নাশকতা, পুলিশের ওপর হামলা ও বাস পোড়াচ্ছে, তাই বিএনপির সাথে আওয়ামী লীগের খেলা হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) শেরপুর জেলা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেছেন, বিএনপি আন্দোলনের নামে নাশকতা করছে, আন্দোলনের নামে পুলিশের ওপর হামলা করছে, আন্দোলনের নামে বিআরটিসি বাস পোড়াচ্ছে, তাই বিএনপিকে এখন আর কেউ বিশ্বাস করে না। বিএনপির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, ফখরুলের বিরুদ্ধে আওয়ামী লীগের খেলা হবে।

এর আগে সকাল থেকে সম্মেলনে যোগ দিতে শেরপুরের বিভিন্ন অঞ্চল থেকে জেলা শহরের পৌর পার্ক মাঠে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই সম্মেলন স্থল নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ও ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, কোনো অবস্থাতেই বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের সব উন্নত দেশেই যে সরকার ক্ষমতায় থাকে, তাদের অধীনেই নির্বাচন হয়। কাজেই বাংলাদেশেও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার তাতে সব ধরনের সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে প্রগতিশীল দল হিসেবে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।

উল্লেখ্য, সম্মেলনে হুইপ আতিউর রহমান আতিককে সভাপতি ও ছানোয়ার হোসেন ছানুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড