মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নামে নামে স্লোগান নয়, শেখ হাসিনার নামে স্লোগান দিন। এখানে এসে যা দেখলাম শুধু ভাই আর ভাইয়ের নামে স্লোগান দেওয়া হচ্ছে। নেত্রীর স্লোগান তো দিতে দেখালাম না একবারও। শেখ হাসিনা না থাকলে এ বাংলাদেশ থাকবে না, এখানে দাড়িয়ে কেউ কথা বলতে পারবে না সেই নেত্রী আমাদের ভরসা স্তর তার কথা বলুন।
আইভী বলেছেন, নেতাকর্মীরা নিজের শক্তি প্রদর্শন করবেন না, দরকার নাই। আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে। বর্তমানে আওয়ামী লীগের ক্রান্তিকালে সকল ভেদাভেদকে ভুলে যেয়ে একতাবদ্ধ ভাবে কাজ করা হবে আমাদের।
গতকাল রবিবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
সম্মেলন মঞ্চে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী পরিষদ সদস্য রিয়াজুল কবীর কাওছার, কার্যকরী পরিষদ সদস্য আনোয়ার হোসেন, কার্যকরী পরিষদ সদস্য সাহাবউদ্দিন ফরাজী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একে এম শামীম ওসমান এমপি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, পাঠ ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি প্রমুখ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড