তুষার আহমেদ, নারায়ণগঞ্জ
চট্টগ্রামে বিএনপির মহা সমাবেশে নারায়ণগঞ্জ থেকে লোক পাঠিয়েছেন শামীম ওসমান। এমনটা জানিয়েছেন শামীম ওসমান নিজেই। বুধবার (১৯ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে অনুষ্ঠিত এক সভায় তিনি এই কথা জানান।
এর আগে চট্টগ্রামের ওই সমাবেশে লোক সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শামীম ওসমান। বিএনপির মহা সমাবেশে মাত্র ১০-১২ হাজার লোক হয়েছে বলে মন্তব্য করে নানা টিপ্পনী কেটেছিলেন তিনি। এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিল নারায়ণগঞ্জের বিএনপি নেতারা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের আলোচনার খোরাকে পরিণত হয়েছিল শামীম ওসমানের ওই মন্তব্য।
অনেকে তার হিসেব জ্ঞান নিয়ে ঠাট্টাও করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা নিয়ে আলোচনা যখন তুঙ্গে- তখন ওই সম্মেলন প্রসঙ্গেই একটি গোপন তথ্য জানালেন শামীম ওসমান নিজেই।
তিনি বললেন, বিএনপির ওই সম্মেলনে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে লোক পাঠিয়েছিলাম।
এ প্রসঙ্গে বুধবার বিকালের সভায় শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে বিএনপির মহা সমাবেশে লোক পাঠিয়ে ছিলাম। মিটিংটা দেখতে চাই যে, কী এমন ব্যাপার। এতো কোটি কোটি টাকা খরচ করতেছে, দেখি কী দাঁড়ায়! আমরা দেখেছি মিটিংয়ের মাঠের পিছনের এক তৃতীয়াংশ খালি।
এ দিকে গত ১৩ই অক্টোবর চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে নারায়ণগঞ্জের রাইফেল ক্লাবে দেয়া বক্তব্যের পুনরাবৃত্তি করে শামীম ওসমান বলেন, সেদিন রাইফেল ক্লাবে শ্রমিক লীগের প্রোগ্রামে বিএনপির চট্টগ্রামের সভা নিয়ে একটা কথা বলেছিলাম। আমরা ভিডিও দেখাইছিলাম সাংবাদিকদের। একদম লাইভ ভিডিও। চিটাগংয়ের মহাসমাবেশ। ওই ছবিতো খেলনা ছবি, ক্যামেরাম্যান যারা আছেন, ওই ছবিটারে ক্যামেরার ভাষায় বলে ভাসানো ছবি। মানে জুম কইরা ভাসানো ছবি মারছে।
তিনি আরও বলেন, সেদিন রাইফেল ক্লাবের অনুষ্ঠানে সাংবাদিককে জিজ্ঞাসা করলাম যে কত লোক হইছে। সে আর বুঝে নাই যে কোন মিটিং এইটা। একবার কইল ১০-১২ হাজার। আমি বললাম না আরেকটু বাড়াও। আমাদের নারায়ণগঞ্জে ছাত্রলীগের মিটিংয়ে এর চেয়ে বেশি লোক হয়। এই জন্য আমি বিএনপিকে আহবান করছি যে, আপনাদের মহাসমাবেশটা ঢাকায় না করে নারায়ণগঞ্জে করেন। স্টেজ খরচাপাতি সব আমরা দিব। আপনারা একদিকে মহাসমাবেশ করেন আর ছাত্রলীগ আরেক দিকে করুক। ছাত্রলীগ পছন্দ না হইলে যুবলীগ বাইছা নেন, নয়তো স্বেচ্ছাসেবক লীগ নেন। আর যদি মনে করেন ইজ্জত চলে যাচ্ছে, তাহলে আমাদের আওয়ামী লীগের সাথে করেন।
তার মতে, আপনারা সারা বাংলাদেশের জাতীয় নেতা আইসা নারায়ণগঞ্জে করেন, আর আমরা নারায়ণগঞ্জে যারা আওয়ামী লীগের কর্মী আছি, তারা একটা করি। দেখি জনগণ কোন দিকে যায়। এই কথাটা তাদের গায়ে খুব লাগছে। এহন দেহি কথায় কথায় আমারে ধইরা বসে, আমার সাথে লেগে যায়, ঝগড়া করে।
জানা গেছে, চট্টগ্রামের মহাসমাবেশ নিয়ে শামীম ওসমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানান বিএনপি নেতারা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেছিলেন, আমরা তথ্য নিয়ে দেখলাম শামীম ওসমান এসএসসিতে মাত্র ৩৩ নম্বর পেয়ে অংকতে পাশ করেছিল। উনি অংকে অনেক কাঁচা। উনি পলিটিকাল সায়েন্সের ছাত্র। যার কারণে তিনি হিসেবটি মিলাতে পারেনি। তার কথা শুনে নেতাকর্মীরা ক্ষুব্ধ। উনি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত থেকে কথাগুলো বলেছেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড