নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে সিসিইউ থেকে এবার কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুর ১টা ১০ মিনিটে তাকে কেবিনে স্থানান্তর করেন চিকিৎসকরা।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এরই মধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাডামকে (খালেদা জিয়া) বুধবার দুপুর ১টা ১০ মিনিটে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
এর আগে গেল ১১ জুন গভীর রাতে হৃদরোগের সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। এরপর সকালে তার এনজিওগ্রাম করে হার্টে ব্লক ধরা পড়লে দ্রুত সেখানে রিং বসানো হয়। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি।
আরও পড়ুন : ‘আ. লীগ জনগণের কথা চিন্তা করে কর্মসূচি বাস্তবায়ন করছে’
উল্লেখ্য, আগেও মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সাবেক এই প্রধানমন্ত্রী মোট দুই দফায় অনেক দিন একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড