• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সালাউদ্দিনের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলার রায় ৯ নভেম্বর

  অধিকার ডেস্ক    ১৫ অক্টোবর ২০১৮, ১৬:৫০

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ
ছবি : সংগৃহীত

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধের দায়ের করা অনুপ্রবেশের মামলার রায় ৯ নভেম্বর দেওয়া হবে। সোমবার (১৫ অক্টোবর) শিলং আদালত রায়ের তারিখ পিছিয়ে এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে শিলংয়ে আদালত দুই দফা রায় ঘোষণার তারিখ পিছিয়েছেন। ঢাকার উত্তরা থেকে ২০১৫ সালের মার্চে নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর, মে মাসে ভারতে মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি রাস্তায় তাকে উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তবে তিনি কীভাবে ঢাকা থেকে শিলংয়ে এসে উপস্থিত হলেন, সে ব্যাপারে সালাউদ্দিন আহমেদ কিছুই জানাতে পারেননি। মামলায় কিছু দিনের মধ্যেই অবশ্য জামিন মেলে তার। তখন থেকে আজ অবধি শিলংয়ের একটি বেসরকারি গেস্ট হাউসই তার ঠিকানা।

অসুস্থতার জন্য তার চিকিৎসাও চলছে ওই শহরেই। এর মধ্যে কিডনিসহ নানা সমস্যায় দিল্লিতেও তার বেশকিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মাঝে মাঝে বাংলাদেশ থেকে স্ত্রী-সন্তান ও বন্ধুবান্ধবরা এসে সেখানে দেখা করে যান। কিন্তু ভারতে ঢুকে পড়ার ‘অপরাধে’ তাকে জেল খাটতে হবে, নাকি তিনি বাংলাদেশে ফিরতে পারবেন– সেটা আজ যদি রায় হয় তারপরেই জানা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড