• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জনগণের সিদ্ধান্তের প্রতিফলন জাতীয় ঐক্য : আমির খসরু

  নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০১৮, ১৫:৪৩
amir_khosru
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'আইনের শাসন, বাকস্বাধীনতা, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিফলন হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।'

জাতীয় ঐক্যকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য করে সাবেক এ মন্ত্রী বলেন, জাতীয় এক্য হয়েছে এটি নিয়ে বসে থাকলে হবে না। আন্দোলনের জন্য নিজেদের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে হবে।

সোমবার (১৫অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক সমাবেশে এসব কথা বলেন বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য।

আমির খসরু বলেন, '২১ আগষ্টের মামলার রায়ে সরকারের উদ্দেশ্য সমূলে ধ্বংস হয়ে গেছে। মামলার রায়ের পরপরি জাতীয় ঐক্যে বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদের একত্রিত অংশগ্রহণ। জাতীয় ঐক্য প্রকল্পের মাধ্যমে সরকারের একদলীয় শাসনের প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন ভেঙে গেছে।'

আমির খসরু বলেন, জাতীয় ঐক্যের যেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সিদ্ধান্তের ফলে দেশের মানুষ আইনের শাসন, বাকস্বাধীনতা, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা,গণমাধ্যমের স্বাধীনতা, কালো আইন বাতিল, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সুযোগ পাবে ।

বর্তমান সরকারকে দোষারোপ করে তিনি বলেন, 'সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। সেটি হলো গণতন্ত্র হত্যার প্রকল্প, একদলীয় শাসন প্রতিষ্ঠার প্রকল্প, জনগণকে বাহিরে রেখে নির্বাচনের প্রকল্প। আর সে প্রকল্পের বাস্তবায়ন হলো খালেদা জিয়া কে কারাগারে আটকে রাখা, তারেক রহমনকে গ্রেনেড হামলা মামলায় সাজা দেয়া।'

খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, 'স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে তিনি অগ্র নায়ক। বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র একই সূত্রে গাঁথা।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড