মোঃ আফসার খাঁন বিপুল, কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী এস. এম. জোবায়ের হিমেলের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্বজনরা। সোমবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্বজনদের দাবি, হিমেল মেধাবী ও পরিশ্রমী ছাত্রলীগ নেতা। প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করে এক মেয়েকে দিয়ে বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ ও প্রতারণার মামলা দিয়ে তার উজ্জল ভবিষৎ নষ্ট করার চেষ্টা করছে। এ মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিও করেন তারা।
আরও পড়ুন: ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
এ সময় বক্তব্য রাখেন, ওই ছাত্রলীগ নেতার মা হোসনে আরা, বাবা মোবারক হোসেন, লোনা আক্তার, শাহীন সরকার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার শাহানাজ আক্তার সাহেরা প্রমুখ।
এ সময় ওই ছাত্রলীগ নেতার স্বজনসহ স্থানীয় প্রায় অর্ধশত লোক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড