• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৫০টি আসন দিলে জাতীয় ঐক্যফ্রন্টে আসবে বিকল্পধারা!  

  নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর ২০১৮, ২১:২৮
বিকল্পধারা
ফাইল ছবি

দুইটি শর্ত পূরণ হলে বিকল্পধারা জাতীয় ঐক্যফ্রন্টে আসার কথা ভেবে দেখতে পারেন এমনই দাবি করেছেন দলটির প্রধান ডা. বদরুদ্দোজা চৌধুরী। দুই শর্ত হলো;

১. স্বাধীনতা বিরোধীদের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে কোনো ঐক্য নয়। ২.সংসদে ভারসাম্য ও স্বেচ্ছাচারিতা বন্ধ করতে বিকল্প ধারাকে মোট আসন থেকে ১৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে। তাহলে জাতীয় ঐক্যফ্রন্টে যাবে বিকল্পধারা।

শনিবার (১৩ অক্টোবর) ঐক্যফন্টের প্রধান ড. কামালের আমন্ত্রণে তার বাসায় গিয়ে ফিরে এসে হতাশ হয়েছেন বি. চৌধুরী। এর পর সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করবেন।

সন্ধ্যায় বারিধারার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন বি চৌধুরী ও তার ছেলে মাহী বি চৌধুরী। তিনি এ সময় মন্তব্য করেন,

স্বাধীনতা বিরোধীদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে ঐক্য প্রক্রিয়া চলছে তার সঙ্গে বিকল্পধারা থাকবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড