• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাইকোর্টের সামনে থেকে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

  অধিকার ডেস্ক

১২ অক্টোবর ২০১৮, ১২:১৪
রবিউল ইসলাম নয়ন
ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত

রাজধানীতে এক ছাত্রদল নেতাকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নেতা জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

ছাত্রদল নেতাদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে হাইকোর্টের সামনে থেকে সাদা পোশাকধারীরা একটি সাদা মাইক্রোবাসে নয়নকে তুলে নেয়।

এ ব্যাপারে ছাত্রদল নেতা রবিন জানান, একটি মামলার হাজিরা শেষে হাইকোর্ট থেকে বের হওয়ার পর সাদা পোশাকধারীরা নয়নকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়।

বিষয়টি নিয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, নয়ন নামের ব্যক্তিকে কে বা কারা তুলে নিয়ে গেছে বিষয়টি তার জানা নেই।

সাদা পোশাকে কে বা কারা নিয়ে গেছে সেটা তো আমি বলতে পারবো না বলে জানিয়ে মারুফ হোসেন বলেন, আমি তো আর সাদা পোশাকের লোক না। তবে রমনা এলাকায় পুলিশ তাকে গ্রেফতার করেছে কি না এই বিষয়টিও আমি জানি না।

উল্লেখ্য, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে দেড় শতাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড