• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘রক্তক্ষরণ বেশি দিন চললে বাঁচবেন না খালেদা জিয়া’

  নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর ২০২১, ১৩:৫১
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার রক্তক্ষরণ হচ্ছে, এভাবে রক্তক্ষরণ চলতে থাকলে তিনি বেশি দিন বাঁচবেন না।

শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দলের সমাবেশে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা খালেদা জিয়ার নাগরিক অধিকার। সচেতনভাবে খালেদা জিয়াকে হত্যা করা হচ্ছে। সব রাজনৈতিক দল খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া কথা বলছে, তারপরেও সরকার অনুমতি দিচ্ছে না। রক্তক্ষরণ (লিভার সিরোসিস) চলতে থাকলে খালেদা জিয়া বেশি দিন বাঁচবেন না।

খালেদা জিয়া আর গণতন্ত্র অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, তাদের আলাদা করা যায় না। তাকে বিদেশে না পাঠালে দেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে।

বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপি সবার ভোট নিশ্চিতের ব্যবস্থা করলেও আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। সারাদেশে ক্ষমতাসীনরা নৈরাজ্য তৈরি করেছে। ক্ষমতায় টিকে থাকতে স্বাধীনতার অর্জন ধ্বংস করে দিয়েছে তারা।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড