• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না : খন্দকার মাহবুব

  অধিকার ডেস্ক    ০৬ অক্টোবর ২০১৮, ২২:২৩

খন্দকার মাহবুব
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন (ফাইল ছবি)

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শনিবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনে নিরপেক্ষ সরকারের অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমি আগেও বলেছি এখনও বলছি খালেদা জিয়ার কারাগারের যাওয়ার বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। দুর্নীতির সঙ্গে তার কারাগারে যাওয়ার সম্পর্ক নেই। আইনি প্রক্রিয়ায় তাকে মুক্ত করা কঠিন হবে। সরকার তাকে কারাগারে রেখে নির্বাচন করার উদ্দেশ্যে অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়েছে। যে মামলায় তিনি কারাগারে গেছেন সে মামলায় জামিন হলেও তাকে মুক্তি দেয়া হয়নি। সরকার আরও মামলা দিবে না এর নিশ্চয়তা কে দেবে? অনেক খেলা হয়েছে। এবার রাজপথে শেষ খেলা হবে। রাজপথের মোকাবেলায় খালেদা জিয়াকে কারামুক্ত করে আনতে হবে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন বিদেশিরা তাকে অনেক পছন্দ করেন। যদি এতোই পছন্দ করে তাহলে দয়া করে বিদেশে চলে যান। আর উন্নয়নের জোয়ার দেখিয়ে জনগণের ঘাড়ে চড়ে থাকবেন না। জনগণ আপনার দুঃসাহস আর দেখতে চায়না। তারা ফ্যাসিস্ট সরকারের শাসন থেকে মুক্তি চায়।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচনে ভারতের নাক গলানো বন্ধ করতে হবে। তাদের হাই কমিশনার বলেছে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না। তার মানে অতীতে হস্তক্ষেপ করেছে। ভারতকে বলতে হবে মুক্তিযুদ্ধে সহায়তার জন্য তাদের ৭০০ কোটি টাকা খরচ হয়েছে, সেই টাকা আগেই শোধ করেছে বাংলাদেশ। আপাতত আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ কর।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনির হোসেন। এ সময় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টু ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড