• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘আ. লীগকে ক্ষমতায় রেখে নির্বাচনে যাবে না বিএনপি’

  নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৬
মির্জা আব্বাস
মির্জা আব্বাস (ছবি: সংগৃহীত)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগকে ‘ক্ষমতায় রেখে’ তার দল নির্বাচনে যাবে না।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফেরানোর ‘সুযোগ নেই’ জানিয়ে কয়েকজন মন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন বিএনপির সিনিয়র এ নেতা।

মির্জা আব্বাস বলেন, কথা স্পষ্ট, এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। আমরা ইতোপূর্বে কয়েকটা নির্বাচন দেখলাম, আপনারাও দেখেছেন। যে সরকার নির্বাচনের আগের দিন ভোট চুরি করে ক্ষমতায় বসে, বাক্স ভর্তি করে ফেলে, এরকম সরকারের অধীনে কীভাবে নির্বাচনে যাই? আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।

আব্বাস বলেন, আওয়ামী লীগ এখন পদত্যাগ করুক। তারপরে যেভাবে দেশ চলে সেভাবে চলুক। কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচনে যাওয়া যাবে না।

আরও পড়ুন: আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান

১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর ঘটনা মনে করিয়ে দিয়ে বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রথম উত্থাপন করেছিল জামায়াতে ইসলাম। অতঃপর আওয়ামী লীগ এটাকে টেকওভার করে। তারাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আমাদেরকে আনতে বলে, আমরা নিয়ে এসেছিলাম। গণতন্ত্র শ্রদ্ধা করি বলেই আমরা সংবিধানে সংযোজন করেছিলাম। এখন উনারা বলেছেন সুযোগ নাই।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড