• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংকটাপন্ন অবস্থায় খন্দকার মাহবুব হোসেন

  নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৩
সংকটাপন্ন অবস্থায় খন্দকার মাহবুব হোসেন
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন (ফাইল ছবি)

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জুনিয়র অ্যাডভোকেট মো. মাসুদ রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, খন্দকার মাহবুব হোসেনের কিডনি, ব্রেনসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ এখন স্বাভাবিকভাবে কাজ করছে না।

এ দিকে যুক্তরাষ্ট্র থেকে তার তিন সন্তান এরই মধ্যে দেশে চলে এসেছেন। স্ত্রী ড. ফারহাত হোসেনও হাসপাতালে অবস্থান করছেন। তার পরিবার খন্দকার মাহবুব হোসেনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

এর আগে শারীরিক অবস্থার অবনতি ঘটায় বুধবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর দ্রুত চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট দেন।

গত ১৬ আগস্ট মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুন : কারাগার ও থানাগুলোতে বায়োমেট্রিক পদ্ধতি চালুর নির্দেশ

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এ আইনজীবী।

আরও পড়ুন : ময়মনসিংহে গ্রেফতার জঙ্গিরাই বসিলার সন্ধান দেয়

চারবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন খন্দকার মাহবুব হোসেন। ৫৪ বছরের আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেছেন এ আইনজীবী। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড