• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় আ.লীগের দু'পক্ষের সমাবেশে ১৪৪ ধারা জারি

  জেলা প্রতিবেদক

১১ মে ২০১৮, ১৭:২৪

পাবনার সাঁথিয়ায় পাশাপাশি স্থানে একই সময় আওয়ামী লীগের দুই পক্ষ সমাবেশ ডাকায় আবারো ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এ আদেশ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

১১মে শুক্রবার বিকালে সাঁথিয়া ফুটবল মাঠে “শেখ হাসিনা মঞ্চ” নামে মহাসমাবেশের ডাক দেন তিনি। অপরদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর সমর্থকরাও একই স্থানে সমাবেশের ডাক দেন।

সাঁথিয়া থানার ওসি হাসান এনাম জানান, ‘আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা উপজেলা প্রশাসনের নিকট সহযোগিতা চাই। উপজেলা পৌর সদর এলাকায় সকাল ১০টা থেকে ১৪৪ ধারা জারি করে।’

বৃহস্পতিবার উপজেলার জোড়গাছা বাজারে পাশাপাশি স্থানে একই সময়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সভা আহ্বান করায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করা হয়।

তবে ১৪৪ ধারা ভঙ্গ করে শামসুল হক টুকু জনসভা করেন বলে প্রতিপক্ষ গ্রুপ অভিযোগ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড