নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৭ নেতাকর্মীসহ অন্তত ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় ওই মামলা দায়ের করে।
মামলার এজাহারে ৪৭ জন নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
এ দিকে, পুলিশ-ছাত্রদলের ওই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলায় পুলিশ অ্যাসল্ট বা হত্যাচেষ্টা, হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ করা হয়েছে।
সোমবার (১ মার্চ) সকাল শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন-অর-রশীদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে উপস্থাপন করা হবে। গতকাল সংঘর্ষের ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। সংঘর্ষের সময় প্রেসক্লাব সংলগ্ন অস্থায়ী পুলিশ বক্সের জানালা ভাঙচুরসহ পুলিশের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা।
আরও পড়ুন : ইউপি নির্বাচনে আর অংশ নেবে না বিএনপি : ফখরুল
তিনি জানান, এই সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড