নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানে সমাধিত করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, মাহবুব তালুকদার সাহেব বলেছেন, চট্টগ্রামের নির্বাচন নিয়ে আশঙ্কা আছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এখানে ফেয়ার নির্বাচন হবে না। কিন্তু আপনি তাকে ধরবেন না। আপনি ধরবেন কাকে? আপনি ধরবেন, বিএনপির নেতাকর্মীদের।
চট্টগ্রামে ৬৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো কেন? আওয়ামী লীগের কাউকে তো গ্রেপ্তার করা হয়নি। আওয়ামী লীগের কারো বিরুদ্ধে তো মামলা দেওয়া হইনি। চট্টগ্রামে এক হাজার বিএনপির নেতার্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
আরও পড়ুন : করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৫১৫
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক জুটি শিপন এবং খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড