নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির সরকার পতনের আহ্বান এবং হুংকার নিয়ে জনগণ এখন হাসে। সরকার পতনের সক্ষমতা বিএনপির নেই।
তিনি বলেন, গত ১০ বছর ধরে বিএনপি অজস্রবার বলে আসছে এ কথা। শুধু কর্মীদের টিকিয়ে রাখার জন্য তারা এসব বলে। বিএনপি বা অন্যকোনো দলের আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মতো সক্ষমতা নেই।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সরকার পতন আন্দোলনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।
করোনার ভ্যাকসিনের ব্যাপারে হানিফ বলেন, যেটা বাংলাদেশে এখনো আসেইনি তার মধ্যে লুটপাটের কথা বলা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং সেটা হবে বিনামূল্যে।
আরও পড়ুন : ঘুড়ি উৎসবে বিশ্বব্যাপী আনন্দের ...
এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড