নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী দেড় থেকে আড়াই কোটি মানুষ করোনাভাইরাসের টিকা পাবে বাকি জনগণের কী হবে?
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘ভারতের সঙ্গে তিন থেকে পাঁচ কোটি টিকার জন্য সরকার চুক্তি করেছে। তাতে দেড় থেকে আড়াই কোটি মানুষ হয়তো টিকা পাবে। কিন্তু বাকি ১৫-১৬ কোটি মানুষ কীভাবে টিকা পাবে, তা কেউই জানে না।’
আরও পড়ুন : স্বাস্থ্যের আরও ৩৭৮ কর্মকর্তার ...
তিনি আরও বলেন, ‘করোনার টিকা আবিষ্কার হলেও তা নিয়ে দেশের মানুষের উৎকণ্ঠা কমছে না। করোনা প্রতিরোধে টিকা সরবরাহ, পরিবহন ও বিতরণে কী ব্যবস্থা সরকার নিয়েছে তা কেউ জানে না। কারা অগ্রাধিকারভিত্তিতে টিকা পাবে তারও কোনো নীতিমালা আছে বলে আমাদের জানা নেই।’
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড