নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই মুর্হুর্তে জনগণের দাবি- নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। প্রতিদিন মানুষের বেকারত্ব বেড়েছে। কিন্তু মানুষের বেঁচে থাকার জিনিসপত্রের দাম কমেনি, শুধু বেড়েই চলেছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আজকে বিএনপি দ্রব্যমূলের উর্ধবগতির প্রতিবাদে ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সারাদেশে থানা পর্যায়ে নববন্ধন কর্মসূচি হচ্ছে। ঢাকায় বাড়ি ভাড়াও বাড়ছে। আমরা আছি কোথায়? আজকে সকলকে মানুষের পক্ষে দাঁড়াতে হবে। নইলে জনগণ মাটির সঙ্গে মিশে যাবে।
সীমান্তে মানুষ হত্যার ঘটনার জন্য পররাষ্ট্র নীতিকে দায়ী করে বর্তমান অবস্থা থেকে উত্তরণে জাতীয়তাবাদী শক্তির নতুন প্রজন্মকে আরও সংগঠিত হওয়ার আহবান জানান রিজভী।
আরও পড়ুন : স্বাস্থ্যের আরও ৩৭৮ কর্মকর্তার ...
সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে উদ্যোগে সেন্টার ফর ন্যাশনারিলজ স্ট্যাডিজ (সিএনএস) এর উদ্যোগে ‘ফেলানী ও সীমান্ত’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড