• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন চরমোনাই পীর

  অধিকার ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২০, ১৩:০৩
সলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করীম
সলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করীম (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধীতা করে বক্তব্য দেয়ায় হেফাজতে ইসলামীর আমির জুনায়েদ বাবুনগরী, ধর্মীয় বক্তা মামুনুল হকসহ নিজের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে করা মামলা ও ভাস্কর্য নিয়ে অবস্থান পরিষ্কার করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করীম।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনের সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ভাস্কর্য নিয়ে দলের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি তিন আলেমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি আসতে পারে সম্মেলনে।

মামলাটি আমলে নিয়ে আগামী ৭ জানুয়ারির মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে ঢাকার আদালত।

গত কয়েকমাস ধরে রাজধানীর দোলাইপাড়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে ইসলামভিত্তিক দলগুলো আন্দোলন করছে। এর মধ্যেই গত শুক্রবার রাতের আঁধারে কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

এ ঘটনায় স্থানীয় মাদ্রাসার দুই ছাত্র ও দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড