• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তারা জামায়াত-বিএনপির ভাড়াটে খেলোয়াড়

  নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর ২০২০, ১৪:৩৮
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু (ফাইল ফটো)

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধীরা ধর্মীয় নেতা নন; ফতোয়া দেওয়ার বৈধ অধিকারীও নন; তারা জামায়াত-বিএনপির ভাড়াটে খেলোয়াড়।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু অভিযোগ করেন, তারা (ভাস্কর্যবিরোধীরা) ১৯৭১ সালে ধর্মকে স্বাধীনতার বিপক্ষে দাঁড় করিয়েছিল, এখন বাংলাদেশ রাষ্ট্র-সংবিধান-জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সভ্যতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশকে জঙ্গিবাদ-মৌলবাদ-সন্ত্রাসবাদের প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে বিপদজনক দেশে পরিণত করে সারাদুনিয়া থেকে একঘোরে করতে চায় তার। মধ্যপ্রাচ্যসহ দেশে দেশে অভিবাসী বাংলাদেশি মুসলমানদের বিপদে ফেলতে চায়।

সমাবেশে মুক্তিযুদ্ধ, সংবিধান, ও জাতীয় ইতিহাস-ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ড দমনের দাবি জানায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিও জানায় দলটি।

আরও পড়ুন : অপশক্তি রুখতে গণমাধ্যমের ভূমিকা ...

জাসদ কার্যালয়ের সামনে মীর হোসাইন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল আখতার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড