• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকায় বাসে আগুন, জাসদের প্রতিবাদ

  নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২০, ১৭:৪৫
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের মানববন্ধন
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের মানববন্ধন (ছবি: সংগৃহীত)

ঢাকার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার হঠাৎ করে একযোগে বাসে আগুন দেওয়া ও নাশকতার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর কমিটি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই কর্মসূচি পালিত হয়।

সভায় বক্তারা বলেন, ‘চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ২০১৫ সালের নাশকতার ঘটনা আগুন সন্ত্রাস ও আগুন যুদ্ধের ঘটনা মনে করিয়ে দেশবাসীর মধ্যে গভীর শঙ্কা তৈরি করেছে।’

তারা বলেন, ‘যেভাবে একই সময়ে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে তাতে প্রমাণ হয়েছে এটা সংঘবদ্ধ শক্তির সুপরিকল্পিত কাজ। দেশে অশান্তি সৃষ্টির জঘন্য তৎপরতা ছাড়া আর কিছুই নয়। বাসে আগুন দেওয়া, নাশকতার, সহিংসতা রাজনৈতিক আন্দোলনের কোনও কৌশলই হতে পারে না।’

মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নুরুল আখতার, স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশাসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড