• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

  নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২০, ২০:১৪
মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ (ফাইল ফটো)

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, কোনও সিন্ডিকেটের কাছেই সরকার জিম্মি হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে আছে।

শনিবার (২৪ অক্টোবর) কুষ্টিয়ায় এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, এ সরকার জনগণের সরকার। জনগণের জন্য যখন যা করার তাই করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই দলীয় পদ কেনাবেচার রাজনীতি করে না। এই অভ্যাস আওয়ামী লীগের নেই, এটা বিএনপির কাজ।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন, তার দল এখন এতই দৈন্য যে বিএনপি করে এটা শুনলে কেউ মেয়েও বিয়ে দিতে চাইছে না। বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তারা সমাজে এতই অগ্রহণযোগ্য এবং এতটাই ঘৃণিত হয়ে গেছে যে, মানুষ তাদের সঙ্গে কোনও সম্পর্কই স্থাপন করতে চায় না। এর জন্য চরম হতাশায় তারা নানা সময়ে অসংলগ্ন কথাবার্তা বলছেন।

কুষ্টিয়ায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

এ সময় উপস্থিত ছিলেন- রোটারিয়ান অজয় সুরেকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নুরুন নাহার বেগম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুষ্টিয়ার সভাপতি ডাক্তার মুস্তানজিদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড