• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা-১৮ উপনির্বাচন পরিচালনায় কমিটি করল বিএনপি

  নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর ২০২০, ১৭:০৪
বিএনপি
বিএনপি (ফাইল ফটো)

আসন্ন ঢাকা-১৮ আসনের উপনির্বাচন পরিচালনার জন্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানকে প্রধান সমন্বয়কারী করে ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিএনপি।

বুধবার (১৪ অক্টোবর) দলটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠেয় ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য নিম্নবর্ণিত কমিটি গঠন করা হয়েছে।

প্রধান সমন্বয়কারী হিসেবে কমিটিতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। সমন্বয়কারী হিসেবে আছেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আবদুস সালাম।

কমিটির সদস্য সচিব হিসেবে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ডা. আব্দুল হালিম ডোনার, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

এছাড়াও আছেন প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড আব্দুস সালাম, সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-প্রচার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আন্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকী, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়াল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, রাজীব আহসান, আকরামুল হাসান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক হেলাল খান এবং জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়বেন যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড