• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসিতে বিএনপি প্রার্থীর ৬ অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর ২০২০, ১৫:০৩
নির্বাচন কমিশন ও বিএনপি
নির্বাচন কমিশন ও বিএনপি (ছবি: সংগৃহীত)

ঢাকা-৫ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নির্বাচন ভবনে এ বৈঠক হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, তিন কমিশনার, সচিব এবং বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা-৫ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে ৬টি অভিযোগ করেন বিএনপি প্রার্থী।

অভিযোগপত্রে বিএনপি প্রার্থী বলেছেন, নির্বাচনি প্রচার চালাতে গিয়ে বারবার হামলা, গাড়ি ভাঙচুর, নেতাকর্মীদের বাড়িঘরে হামলাসহ নানারকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। লিখিত ও মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ ইসিতে বলেও কোনও প্রতিকার পাইনি।

বিএনপির প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীর আচরণবিধি ভঙ্গ, নিরাপত্তা চেয়ে না পাওয়া, নৌকার প্রার্থীর যত্রতত্র পথসভা, বিলবোর্ড, রঙিন পোস্টার লাগিয়ে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড