• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাটকল-সীমান্তে হত্যা: ২০ দলের সংবাদ সম্মেলন আজ

  নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই ২০২০, ১০:৫৬
২০ দলীয় জোট
২০ দলীয় জোট (ফাইল ফটো)

রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ ও সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়েছেন ২০ দলীয় জোটের নেতারা। তারা এই ইস্যুতে সংবাদ সম্মেলন করে জাতির সামনে জোটের বক্তব্য তুলে ধরবেন।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় জোটের নেতারা সংবাদ সম্মেলন করবেন।

এর আগে রোববার রাতে বিএনপির নেতৃত্বাধীন জোটের নেতারা ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। বৈঠকে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ও বিএসএফের বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়েছেন তারা।

বৈঠক সম্পর্কে জোটশরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

শরিক দলের আরেক নেতা জানান, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। করোনাভাইরাস, চিকিৎসা ব্যবস্থার দুরবস্থা, কৃষকদের ঋণ প্রণোদনা দেয়া, শহর ছেড়ে গ্রামে ফেরা মানুষের কর্মসংস্থান সৃষ্টি, পাটকল বন্ধ ও শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়া, নতুন অর্থবছরের উচ্চাভিলাষী বাজেট প্রত্যাখ্যান করার বিষয়টিও উঠে এসেছে। এছাড়া সীমান্তে বিএসএফের বাংলাদেশি হত্যার ঘটনায় সরকার চুপ থাকার প্রতিবাদ জানানো হয়। সূত্র জানায়, বৈঠকে রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের নতুন আইনকে কালো আইন আখ্যা দেন নেতারা। করোনা মহামারীর মধ্যে এ ধরনের আইন করার বিষয়টিকে দুরভিসন্ধিমূলক বলে মত দেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড