• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাহারা খাতুনকে থাইল্যান্ড নেওয়া হবে আজ

  নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই ২০২০, ১৮:০৩
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন (ফাইল ছবি)
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন (ফাইল ছবি)

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপিকে বৃহস্পতিবার (২ জুলাই) এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের কমিউনিটেকশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্টের প্রধান ডা. সাগুফা আনোয়ার।

তিনি বলেন, সাহারা খাতুনের পরিবার তাকে বিদেশ নিয়ে যাচ্ছে, তার ব্যবস্থাই হচ্ছে। সময়টা ঠিক করে তারা আমাদের জানালেই হবে, আমাদের যেসব পেপার্স দেওয়ার কথা ছিল সেগুলো দিয়ে দিয়েছি, সবই রেডি, সবই সেট করা।

তার পরিবার সূত্রে জানা গেছে, তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হবে। সাহারা খাতুন গত ২ জুন থেকে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিত্সাধীন। গত ২৬ জুন থেকে তিনি আইসিইউতে রয়েছেন।

এর আগে, গত বুধবার আওয়ামী লীগের সিনিয়র এ নেতার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানায়, উন্নত চিকিত্সার জন্য তাকে বিদেশে নেওয়া যেতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড