• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাহারা খাতুনকে সিঙ্গাপুর নিতে চায় পরিবার

  নিজস্ব প্রতিবেদক

২৭ জুন ২০২০, ১৩:২৭
সাহারা খাতুন
সাহারা খাতুন (ছবি: সংগৃহীত)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারিরীক অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে।

শনিবার (২৭ জুন) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নেয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাহার খাতুনের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার চেষ্টা চলছে। দুই একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তাকে দেশের বাইরে নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা হয়েছে বলেও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফের আইসিইউতে নেয়া হয়। ৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর ও অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে গত ২রা জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ১৯শে জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথম দফায় আইসিইউতে নেয়া হয়। তবে তার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড