• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপির মানবিক কর্মসূচিতেও সরকারের বাধা : ফখরুল

  অধিকার ডেস্ক

২১ জুন ২০২০, ২০:৩৬
ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাস মহামারির সময়েও দরিদ্র, ক্ষুধার্ত মানুষের পাশে বিএনপিকে দাঁড়াতে দিচ্ছে না সরকার—এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় বিএনপির দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব এ অভিযোগ করেন।

তিনি বলেন, করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে দেশে যখন গরীব ও ছিন্নমূল মানুষ দু মুঠো ভাতের জন্য হাহাকার করছে তখন ক্ষুধার্ত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। কিন্তু এই সেই মানবিক কাজটিকে সরকার কোনওভাবেই মেনে নিতে পারছে না। তাই দলীয় লোকজনদেরকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে দরিদ্র মানুষদের ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে অন্তত ১২জন নেতাকর্মীকে আহত করেছে। একইসঙ্গে একটি প্রাইভেট কারসহ অন্তত ১০টি মোটরবাইকে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, সাতক্ষীরা জেলায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার অসহায়, গরীব ও ছিন্নমূল মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় আকস্মিকভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাতক্ষীরার ঘটনায় আহতদের মধ্যে শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ছাত্রদল নেতা রাসেল আহমেদ, কৃষক দল নেতা মাসুদ আহমেদসহ আনিস আলম, সালাম মিয়া, আজিজুল হক ও দুলু খন্দকার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রবিবার বিকালে বিএনপির চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সাতক্ষীরা ছাড়াও গত ১৭ জুন নারায়ণগঞ্জে ৮, ৯ ও ১০নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও মহিলা দল নেত্রী আয়শা আক্তার দীনার নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণকালে স্থানীয় আওয়ামী লোকজন একই কায়দায় হামলা চালিয়ে নেতাকর্মীদেরকে আহত করেছে। এর আগে জুনের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় ত্রাণ বিতরণের সময়ে বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ওপর হামলা হয়। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

বিএনপির মহাসচিব বলেন, এই করোনা মহামারির মধ্যে গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সরকারি দলের সন্ত্রাসীদের হামলা অশুভ ইঙ্গিতেরই ইশারা।’

প্রত্যেকটি হামলার নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবি করেন মির্জা ফখরুল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড