• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুঃসময়ে বিএনপি দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে : আমীর খসরু

  অধিকার ডেস্ক

৩১ মে ২০২০, ২৩:৩২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে করোনাভাইরাস মহামারিতে সারাদেশে যেভাবে বিএনপির নেতাকর্মীরা ত্রাণ ও সুরক্ষা সামগ্রী নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তা দলটিকে অনেক বেশি শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দেশের এই দুঃসময়ে একটি বিরোধীদল মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে যা ইতিহাস হয়ে থাকবে।’

রবিবার (৩১ মে) ক্যালিফোর্নিয়া বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভাটি করা হয়। দলের কমিউনিকেশন বিভাগ থেকে এ কথা জানানো হয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জিয়াউর রহমানের জীবন দর্শন এবং তার কর্মযজ্ঞ এবং বিএনপির ইতিহাস জনগণের সামনে তুলে ধরতে হবে। আজ বাংলাদেশে যেখানে এসে পৌঁছেছে এটার ভিত্তি হচ্ছেন শহীদ জিয়া এবং তার দল বিএনপি।’

আমীর খসরু বলেন, এত চড়াই-উৎরাই পার হয়ে, এত নিপীড়ন নির্যাতন, মিথ্যা মামলা শিকার হয়ে বিএনপি এখনও শক্তিশালীভাবে মানুষের সামনে সামনে, বিশ্বের সামনে অবস্থান করছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।‌ এটা বাংলাদেশের মানুষের হৃদয়কে টাচ করেছে। ‌যে কারণে এই দলটি শক্তিশালী আছে। জনগণের কাছে কমিটমেন্টের কারণে তারা সরে যাচ্ছে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড