• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

হতদরিদ্রদের সরকারের সহায়তা পর্যাপ্ত নয়: জাপা

  নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ ২০২০, ১৫:২২
জাতীয় পার্টি
জাতীয় পার্টি (ফাইল ফটো)

হতদরিদ্রদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই তা পর্যাপ্ত নয় বলে মনে করছে জাতীয় পার্টি (জাপা)। জাপার দাবি, করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক বিচ্ছিন্নতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের খেটে খাওয়া মানুষ।

মঙ্গলবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা জানান জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

জিএম কাদের বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক বিচ্ছিন্নতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের খেটে খাওয়া মানুষ। দেশের এমন পরিস্থিতিতে বিত্তবানদের সহায়তার হাত বাড়াতে হবে। দিন এনে দিন খায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

জাপা চেয়ারম্যান বলেন, বৈশ্বিক বিপর্যয়ে দেশের প্রতিটি মানুষের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। মানুষের সংহতি, ভ্রাতৃত্ব ও মমত্ববোধ অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্তি দিতে পারে দারিদ্র পীড়িতদের।

আরও পড়ুন : মশার গান শুনতে চাই না, মেয়রকে প্রধানমন্ত্রী

জিএম কাদের স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অস্বচ্ছল মানুষকে খাদ্যদ্রব্য বিতরণে সামর্থবানদের প্রতি আহবান জানিয়েছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান হতদরিদ্র মানষকে সাধ্যমত সহায়তা করতে দলীয় নেতাকর্মীদের প্রতিও আহবান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড