• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

খালেদার মুক্তি : প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ফাইল কারা অধিদপ্তরে

  নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ ২০২০, ১৪:৩৭
খালেদা জিয়া
খালেদা জিয়া (ফাইল ছবি)

শর্তসাপেক্ষে যে কোনো সময় ৬ মাসের জন্য মুক্তি পেতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার দণ্ড স্থগিতের ফাইলটি বর্তমানে কারা অধিদপ্তরে রয়েছে।

বিষয়টি নিয়ে কারা সূত্র জানায়, দণ্ড স্থগিতের ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। সেখানে স্বরাষ্ট্র সচিবের সইয়ের পর কারা অধিদপ্তরে যায়। কারা অধিদপ্তর ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরীর কাছে হস্তান্তর করবে। সেই কাগজ নিয়ে বিএসএমএমইউতে গিয়ে খালেদাকে মুক্তি দেবেন জেল সুপার।

এ ব্যাপারে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা বলেন, ফাইলটি আমাদের অধিদপ্তরে এসেছে। খালেদা জিয়াকে মুক্ত করার আনুষ্ঠানিকতা চলছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, কারা অধিদপ্তর থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল। আমি কাগজটি নিতে অধিদপ্তরে যাচ্ছি।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড