• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন : রওশন

  নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ ২০২০, ১৭:১৯
রওশন এরশাদ
রওশন এরশাদ (ফাইল ফটো)

করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে ভয় বা আতঙ্কিত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চিফ প্যাট্রন (প্রধান পৃষ্ঠপোষক) রওশন এরশাদ।

সোমবার (২৩ মার্চ) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

রওশন এরশাদ বলেন, ভয়ের পরিবর্তে যদি মানুষ সচেতন থাকে এবং নির্দেশনাগুলো মেনে চলে, তাহলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করা কঠিন কিছু নয়। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হওয়া উচিত নয়, বরং সচেতন হওয়া দরকার।

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, শুধু করোনা ভাইরাস নয়, যে কোনো সংক্রামক ব্যাধি প্রতিরোধে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সচেতনতা ও প্রস্তুতি সন্তোষজনক অবস্থা থেকে দূরে আছে। এ ক্ষেত্রে কোভিড-১৯ মোকাবিলা ও প্রতিরোধের বিষয়টিকে একটি সফল স্বাস্থ্য আন্দোলনে রূপ দেওয়ার কৌশল ও উপলক্ষ্য হিসেবে নেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : দেশের মানুষকে ঝুঁকিতে ফেলবেন না, বিদেশফেরতদের স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে ভাইরাসটি বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাপকাঠিতে করোনা ভাইরাস সংক্রমণের যে ৪টি স্তরের কথা বলা হয়েছে, এর মধ্যে তৃতীয় স্তরে প্রবেশ করেছে বাংলাদেশ। চতুর্থ স্তরটি হলো ব্যাপক সংক্রমণ ও মৃত্যু।

তিনি আরও বলেন, জাতির এ মহাবিপদের মুহূর্তে এই দুর্যোগ মোকাবিলায় একে অপরকে দোষ না দিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এমতাবস্থায় জাতীয় পার্টি (জাপা) তথা বিরোধীদলের পক্ষ থেকে সরকারকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড