• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদপুরে বিএনপি মেয়র প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

  চাঁদপুর প্রতিনিধি

১৩ মার্চ ২০২০, ১৫:২৭
চাঁদপুর
মেয়র প্রার্থী শফিকুর (ছবি : দৈনিক অধিকার)

চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ শফিকুর রহমান ভূঁইয়া মারা গেছেন।

তিনি শুক্রবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৪টায় স্ট্রোক করলে আশঙ্কাজনক অবস্থায় শহরের প্রিমিয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানান, শফিকুর রহমানের মৃত্যুর কারণে নির্বাচন কমিশন মেয়র পদে নির্বাচন স্থগিত করেছে। ২৯ মার্চ এই নির্বাচন হওয়ার কথা ছিল।

জানা যায়, এই প্রবীণ রাজনীতিবিদ শফিকুর রহমান ভূঁইয়া জেলা যুবদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। পাশাপাশি বর্তমান ইভিএম প্রেক্ষাপটেও তিনি বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদপ্রার্থী ছিলেন।

এদিকে শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে জেলা বিএনপিসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গন তথা চাঁদপুর শহরে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসপাতালে

বিভিন্ন সূত্রে জানা যায়, শফিকুর রহমান ভূঁইয়া রাজনীতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও জড়িত ছিলেন। তিনি সুনামের সাথে দীর্ঘদিন পদ্মা বাস সার্ভিসের চেয়ারম্যান থেকেও তার জনসেবা ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছিলেন। তার প্রচেষ্টায় এই পৌর নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপি নতুনভাবে ঐক্যবদ্ধ হয়েছিল। তার এই মৃত্যুতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন একজন অভিভাবকতুল্য নেতৃত্ব হারাল। চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ওডি/জেএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড