• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে বৈঠকে বসছে বিএনপি

  নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ ২০২০, ০৮:২৭
বিএনপির লোগো

বিএনপির গঠিত বিশেষ উদযাপন কমিটি আগামী বছর অর্থাৎ ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি-আয়োজনকে সামনে রেখে প্রথমবারের মতো বৈঠকে বসছে। চলতি সপ্তাহের যে কোনো দিন গুলশানের চেয়ারপারসন কার্যালয় বা স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান রবিবার (১ মার্চ) গণমাধ্যমকে বলেন, ‘ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে এ মাসের প্রথম সপ্তাহে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বৈঠক অনুষ্ঠিত হবে। প্রাথমিক একটি খসড়া তৈরি হয়েছে। প্রথম বৈঠকে কমিটির কর্মকৌশল ও কর্মপন্থা নির্ধারণ হবে বলে আশা করছি।’

২০১৯ সালের ডিসেম্বরের ২১ তারিখ সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুবর্ণজয়ন্তী উদযাপনে বিশেষ কমিটি গঠনের কথা জানান।

আরও পড়ুন : খালেদার মুক্তির যে চেষ্টার কথা জানালেন ফখরুল

খন্দকার মোশাররফ ছাড়াও এ কমিটির অন্য সদস্যরা হচ্ছেন– স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড