• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বইমেলায় মোদী বিরোধী লিফলেট ও বিক্ষোভ

  অধিকার ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৬
মোদী বিরোধী লিফলেট বিলি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি
মোদী বিরোধী লিফলেট বিলি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি (ছবি : সংগৃহীত)

দিল্লিতে মুসলিমদের ওপর হামলা এবং মুজিব শতবর্ষে প্রধান অতিথি হিসেবে নরেন্দ্র মোদীর ঢাকায় আগমনের বিরুদ্ধে অমর একুশে বইমেলায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের মাওবাদী ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে অমর একুশে বইমেলার বিভিন্ন জায়গায় সংগঠনটির কর্মীরা এই লিফলেট বিতরণ করেন। লিফলেটটিতে মূলত মোদীর ফ্যাসিবাদী আচরণের প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি তার বাংলাদেশে আগমণকে প্রত্যাখ্যান করতে সাধারণ জনগণকে আমন্ত্রণ জানানো হয়। বইমেলা ছাড়াও টিএসসি এবং দোয়েল চত্বর এলাকাতেও এই লিফলেট বিলি করা হয়।

লিফলেট বিলি শেষে মাওবাদী সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ থেকে আবারও মোদীর আগমনকে প্রত্যাখ্যান করার আহ্বান জানানোর পাশাপাশি, ভারতের লড়াইরত জনগণের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

এছাড়া মোদীর আগমন প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি করা হয়।

কর্মসূচিতে জাতীয় কমিটিসহ বিভিন্ন শাখার নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড